কলম্বিয়ায় রবিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে মাত্র ০.৪ শতাংশ ভোট পেয়েছে সাবেক ফার্ক গেরিলারা। এবার তারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেয়। ভোট কম পেলেও সংসদের উভয় কক্ষে মোট ১০টি আসন তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
নির্বাচনে এগিয়ে আছে রক্ষণশীল ডেমোক্রেটিক সেন্টার পার্টি। ২০১৬ সালে ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তির চুক্তির বিরোধিতা করেছিল দলটি।
কলম্বিয়ার যেসব রাজনৈতিক দল ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছিল নির্বাচনে তাদের সবার ভরাডুবি হয়েছে। তাই এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার সরকারিভাবে ফল ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ফারজানা