টেলিভিশন বিতর্কে প্রশ্নের মুখে পড়ে কান্নায় ভাসলেন রুশ নারী প্রেসিডেন্ট প্রার্থী কেসিনিয়া সবচাক। কান্না থামাতে না পেরে সিভিল ইনিশিয়েটিভ পার্টির প্রার্থী কেসিনিয়া স্টুডিও ছেড়ে বেরিয়ে আসেন। এ খবর দিয়েছে স্পুটনিক অনলাইন। বুধবার ওই ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
অনলাইনটির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্ক চলার সময় অন্য প্রার্থীরা তাকে ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে শুরু করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভ্লাদিমির জিরিনোভস্কি। সবচাক ও জিরিনোভস্কি আগে থেকেই একে অপরের পেছনে লেগে আছেন।
বিতর্ক চলাকালে প্রার্থীরা তার বিরুদ্ধে অবিরত যুক্তি প্রদর্শন করে যাচ্ছিলেন। প্রার্থীরা তাকে বোঝাতে চাচ্ছিলেন যে, স্টুডিওতে বক্তৃতার সময় বাড়ানোর ক্ষমতা তার নেই। সেন্ট্রাল ইলেক্ট্ররাল কমিশন এ সময় ভাগ করে দেয়।
এরপর কেসিনিয়াকে লক্ষ্য করে বিদ্রূপের জোয়ার আসতে শুরু করে। তখন তিনি নিজে নিজেই বক্তৃতা থামিয়ে দেন। কেসিনিয়া বলেন, আপনি কী ভাবছেন- এটি স্বাভাবিক? এসময় তার চোখ বেয়ে পানি ঝরছিল।
বিতর্কের সঞ্চালক ভ্লাদিমির সলভইয়ভকে উদ্দেশ করে তিনি বলেন, এই লোকগুলো কেবল আমাকেই বাধা দিচ্ছে। আমি আমার সময় ফেরত চাচ্ছি।
সঞ্চালক বলেন, আমি মনে করি, এটি ছিল অবমাননা। যে কারণে একজন নারীর চোখে পানি চলে এসেছে। কিন্তু তিনি বিতর্কের নিয়ম লঙ্ঘন করতে পারেন না। আগামী ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে সবচাকই হলেন রাশিয়ার একমাত্র নারী প্রার্থী।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৮/আরাফাত