যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ভেঙে পড়ল একটি ফুটব্রিজ৷ এই দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ খবর মিররের।
সংবাদসংস্থা মিরর জানাচ্ছে, ব্রিজটি ভেঙে পড়েছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে৷ ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার বাহিনী ও পুলিশ৷ জানা গেছে, এখনও অবধি একজনকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
জানা গেছে, ভেঙে পড়া সেই ব্রিজের তলায় চাপা পড়েছেন অনেকে৷ মিররের সেই প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা বেশ কয়েকজন৷ এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক৷
ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানায়, যুক্তরাষ্ট্রের মায়ামিতে নির্মাণাধীন একটি পথচারী-সেতু ভেঙে পড়ে বেশ ক’জনের মৃত্যু হয়েছে। আহত ৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ভেঙে পড়া সেতুর নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে আছে। এসব যানবাহনের বেশ কয়েকজন আরোহী আহত বা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মায়ামি-ডেইড কাউন্টি ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানায়, ওয়াকওয়ে সেতুটি যখন ভেঙে পড়ে তখন এর ওপরে বেশ কিছু নির্মাণকর্মী এবং এর নিচে বেশ কিছু যানবাহন ছিল। ৯৫০টন ওজনের এই ওয়াকওয়েটি ১৭৪ ফুট লম্বা। ভেঙে পড়া সেতুটির নিচে ৮টি যানবাহন চাপা পড়ে আছে। সেতুটির নিচ থেকে চাপা পড়া গাড়িগুলো বের করার পরই হতাহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর