জাপানের নোবেলজয়ী কেমিস্ট্রি অধ্যাপক দম্পতি নিখোঁজ থাকার পর এক নির্জন এলাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। বুধবারই ৮২ বছরের অধ্যাপক এইচিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, তার স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় গাড়ির মধ্যে থেকে। পুলিশ দু’জনকেই একটি ফাঁকা রাস্তা থেকে উদ্ধার করে।
এইচি ইন্ডিয়ানার পুর্ডু বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক। তিনি ও তার স্ত্রী সুমারি নেগেসি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ মঙ্গলবার ভোরে অধ্যাপকের বাড়ি থেকে ২০০ মাইল দূরে অর্চিড হিলস ল্যান্ডফিল থেকে সস্ত্রীক অধ্যাপকের দেখা পান। কিন্তু পুলিস ঘটনাস্থলে গিয়ে দেখেন, এইচি নেগেসি সেই এলাকায় অনবরত পায়চারি করে চলেছেন এবং তার স্ত্রী গাড়ির মধ্যে মৃত অবস্থায় পরে রয়েছেন।
তাদের গাড়িটি ল্যান্ডফিল থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অধ্যাপক দম্পতি বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেড়িয়েছিলেন। কিন্তু মাঝরাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খালের মধ্যে পড়ে যায়। অধ্যাপক গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য রাস্তায় আসেন। কিন্তু তার স্ত্রী গাড়ির মধ্যেই থেকে যায়। কিন্তু এরপর কী করে অধ্যাপকের স্ত্রীর মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই জানা যাবে। কেনই বা অধ্যাপক গোটা বিষয়টি পুলিশকে জানাননি তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ যদিও এই ঘটনার মধ্যে কোনও সন্দেহজনক কিছু পায়নি। যেখান থেকে অধ্যাপক দম্পতিকে উদ্ধার করা হয়েচে, সেখান থেকে ১৩ কিমি দূরেই রকফোর্ড বিমানবন্দর। জাপানের বাসিন্দা এইচি নেগেসি ১৯৬০ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় কেমিস্ট্রি পড়তে আসেন। ১৯৭৯ সালে তিনি পুর্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন। ২০১০ সালে তিনি অন্য ২ বিজ্ঞানীর সঙ্গে নোবেল পুরস্কার লাভ করেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর