রেস্তোঁরা বা পানশালায় ১০ জনের বেশি বিদেশি অতিথি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল চীনা পুলিশ। বেইজিংয়ের পানশালা আর রেস্তোঁরা মালিকদের পুলিশ ইতোমধ্যেই এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। এ সংক্রান্ত নোটিশও জারি করা হয়েছে বেজিংয়ে। আগামী ২২ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর করা হবে।
পুলিশ রীতিমতো হুমকির স্বরে জানিয়েছে, শুক্র ও শনিবার রেস্তোঁরা বা পানশালায় যদি ১০ জনের অধিক বিদেশি ক্রেতা থাকে তবে তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে পুলিশ। চীন সরকারের সঙ্গে দু’দফা বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছে চীনা পুলিশ।
চীনের এই বার্ষিক দু’দফার বৈঠকে চীনের সমস্ত কমিউনিস্ট পার্টির সদস্যরা বেইজিংয়ে মিলিত হন এবং চীন সরকারের বিভিন্ন নির্দেশ, সরকারের কোন কোন বিষয়ে অগ্রাধিকার এবং চীন সরকারের ভবিষ্যত পরিকল্পনা সম্বন্ধে জানতে পারে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বেইজিংয়ের রেস্তোঁরা বা পানশালায় ১০ জনের বেশি বিদেশি ক্রেতা প্রবেশ করানো যাবে না। বিশেষ করে শুক্র ও শনিবার এই নির্দেশ আরও কড়াভাবে পালন করতে হবে।
রেস্তোঁরা-পানশালার মালিকরা জানিয়েছেন, বিদেশি ক্রেতাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া হন। তারাই বেশি করে ভিড় জমায় পানশালাতে। বিশেষ করে শুক্র ও শনিবার উইকেন্ড থাকায় সেই ভিড়টা আরও বেড়ে যায়।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বেশিরভাগ বচসার কারণ বিদেশি ক্রেতাদের কারণেই হয়ে থাকে। সে জন্যই চীন পুলিশের পক্ষ থেকে এই নোটিশ।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর