ভারতের বিধাননগরে তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত এক তরুণীকে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এক যুবককে গ্রেফতার করেছে দেশটির সাইবার ক্রাইম থানার পুলিশ৷ আজ বুধবার আসামিকে ভারতের বিধাননগর মহকুমা আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় দেশটির পুলিশ তদন্ত শুরু করেছে৷
দেশটির পুলিশ সূত্রের খবর, আসামির নাম রাহুল ত্রিপাঠী। ভয় দেখানো, ধর্ষণ, ব্ল্যাকমেলসহ একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভারত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি এবং ওই তরুণী দু’জনেরই বাড়ি ঝাড়খন্ডের বোকারোতে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয়৷ পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তুলে রেখে ওই তরুণীকে ব্ল্যাকমেল শুরু করে রাহুল। এভাবে টানা ৩ বছর ধরে বিভিন্ন সময় তাকে জোর করে রাহুল বাধ্য করত শারীরিক সম্পর্ক স্থাপনে৷ এমনকি তার যাবতীয় সার্টিফিকেটও সে নিজের হেফাজতে রেখেছিল বলে অভিযোগ৷
তরুণীর দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন থেকে রেহাই পেতে গত মঙ্গলবার রাতে সে বিধাননগর ক্রাইম থানায় অভিযোগ দায়ে করে৷ তার অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্ত রাহুল ত্রিপাঠীকে গ্রেফতার করে। ধৃত যুবক পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার