লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত নির্বাচন কমিশনের সদর দফতরে বুধবার ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নগরীতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর থেকে গুলির শব্দ শুনতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন নির্বাচন কর্মকর্তা ও চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। লিবিয়ার নির্বাচনে নাম নথিভুক্ত করার কাজ চলছে। এজন্য জড়ো হয়েছিলেন ভোটাররা।
বিডি প্রতিদিন/০৩ মে ২০১৮/এনায়েত করিম