হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে নাগাড়ে চলছে লাভা উদগিরণ। বৃহস্পতিবার হাওয়াইয়ের বিগ দ্বীপে জেগে ওঠে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অন্যতম সক্রিয় কিলাউইয়া আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের সঙ্গে পরপর ভূমিকম্পে অগ্ন্যুৎপাতের তীব্রতা আরও বেড়েছে।
জানা গেছে, লাভার সঙ্গেই সালফার ডাইঅক্সাইড গ্যাসে ঢেকে গিয়েছে হাওয়াইয়ের আকাশ। বিস্ফোরণে প্রায় দেড়শো ফুট উঁচুতে ছিটকে উঠতে দেখা গিয়েছে লাভার স্রোতকে। বিগ দ্বীপের রাস্তার উপর বইছে লাভার স্রোত। আগ্নেয়গিরি লাগোয়া বসতি অঞ্চল লেল্যানি এস্টেটের ১৫০০ বাসিন্দাকেই অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছেন হাওয়াইয়ের গভর্নর ডেভিড আইগ।
গভর্নরের অফিস বিবৃতি দিয়ে বলেছে, দ্বীপের রাস্তা লাগোয়া প্রায় ৭৭০ কাঠামো লাভার স্রোতের পথে এসে গেছে ইতিমধ্যেই। তাই বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে শুধু লেল্যানি এস্টেটই নয়, আশপাশের বসতিগুলিরও কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন ভূতত্ত্ববিদ অ্যাস্টা মিকলিয়াস বলেছেন, এখনও পর্যন্ত তারা নিশ্চিত নন, এই অগ্ন্যুৎপাত কত ঘণ্টা ধরে চলবে। তবে যতক্ষণ না ম্যাগমার উৎসমূখে পুরো বিস্ফোরণ ঘটবে, ততক্ষণ চলতে পারে অগ্ন্যুৎপাত বলে আশঙ্কা তার।
এদিকে প্রশাসন এলাকা ছাড়তে বাধ্যতামূলক নির্দেশ দিলেও বেশ কয়েকজন বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে নারাজ। তাদের বক্তব্য, এখন বাড়ি ছেড়ে চলে গেলে তাদের সম্পত্তি লুঠ হয়ে যেতে পারে। কারণ প্রশাসন নির্দিষ্টভাবে বলতে পারছে না কবে অগ্ন্যুৎপাত থামবে। আর থামলেও তৎক্ষণাৎ তারা ফিরে আসতে পারবেন কিনা।
তাদের ধারণা, লাভার স্রোত তাদের বাড়ির রাস্তার দিকে ধেয়ে আসার আগেই দিক বদলও করে নিতে পারে। এই আশা নিয়েই বাড়ি আঁকড়ে রয়েছেন লেল্যানি এস্টেটের বেশ কয়েকজন বাসিন্দা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর