ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে সুরাবায়া শহরে রবিবার তিনটি চার্চে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আহত হয়েছেন ৪০ জনের বেশি। জানা গেছে, এই হামলার নেপথ্যে ছিল আইএস প্রভাবিত এক পরিবার।
এ ব্যাপারে হামলার ঘটনার তদন্তকারী কর্তৃপক্ষ জানায়, পরিবারটির ৬ জন সদস্য এ আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত।
মা-বাবা-ছেলে-মেয়েসহ পরিবারের সবাই মিলে একসঙ্গে তিনটি গির্জায় হামলা চালায় বলে জানা গেছে। দুই সন্তানকে নিয়ে মা একটি গির্জায় হামলা চালায়। আর বাবা এবং দুই ছেলে আরও দু'টি হামলায় অংশ নেন। অন্যদিকে, বাবা বিস্ফোরক-ভর্তি একটি গাড়ি নিয়ে যান পেন্টেকোস্টাল গির্জার কাছে। তারপর হামলাটি চালানো হয়।
পুলিশ জানায়, মায়ের সঙ্গে ছিল তার দুই মেয়ে। তাদের বয়স ৯ ও ১২। তারা তাদের শরীরে বোমা বেঁধে আরেকটি গির্জায় গিয়ে নিজেদের উড়িয়ে দেয়। ছেলেদের বয়স ১৬ এবং ১৮। তারা মোটরসাইকেলে করে হামলা চালায়।
এদিকে, ইসলামিক স্টেট এসব হামলায় দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, বালি দ্বীপে ২০০৫ সালের সন্ত্রাসী হামলার পর ইন্দোনেশিয়াতে এটাই এ ধরনের সবচেয়ে বড় হামলা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৮/ ওয়াসিফ