চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় কিনঘাই প্রদেশের ঝিদই কাউন্টিতে আজ শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৪.৯০ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম