২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের পর এবার রাশিয়ার হ্যাকারদের নজরে ভারত এবং ব্রাজিলের নির্বাচন। আগামী বছর লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে রাশিয়া, এমনই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন অধ্যাপক ফিলিপ এন হাওয়ার্ড।
হাওয়ার্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিওল কলেজ এবং অক্সফোর্ড ইন্টারনেট বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট শিক্ষা বিভাগের অধ্যাপক। সোশ্যাল মিডিয়ায় বিদেশি শক্তির হস্তক্ষেপ সম্পর্কিত একটি মামলার শুনানিতে আমেরিকার সেনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে একথা জানান তিনি।
তিনি মনে করেন, ভারত এবং ব্রাজিলের মতো দেশের সংবাদমাধ্যমকে ব্যবহার করে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে রাশিয়া। তিনি বলেন, ‘আমি বলব, আমাদের মিত্রদেশগুলির বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে সমূহ বিপদ। আমার বিশ্বাস রাশিয়ানরা আর আমেরিকার দিকে নজর রাখছে না। তারা এখন ব্রাজিল এবং ভারতের দিকে নিজেদের নজর ঘুরিয়েছে। সামনের বছরেই ওই দুটি দেশে সাধারণ নির্বাচন।’
তিনি আরও যোগ করেন, ‘মার্কিন সংবাদমাধ্যমগুলি বিশ্বের মধ্যে সবথেকে উন্নত। সেই জায়গায় ভারত এবং ব্রাজিলের মতো দেশের সংবাদমাধ্যম কিছুটা হলেও পিছিয়ে। তাদের এখনও অনেক কিছু শিখতে হবে।’
এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে একটি সমীক্ষায় মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছিল যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর