টেলিফোনে মার্কিন একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তার মাঝেই বাড়িতে পুলিশ ঢুকে পড়ে। তারপর থেকেই জনসমক্ষ থেকে উধাও হয়েছেন চীনের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা সরকারের অন্যতম সমালোচক সুন ওয়েনগুয়াং।
ঘটনাটি ঘটেছিল স্থানীয় সময় বুধবার চীনের পূর্বাংশে শানডং প্রদেশের জিনানে। শুক্রবার পর্যন্ত অশীতিপর এই অধ্যাপকের কোনও খবর মেলেনি। তার ফোন, সোশ্যাল নেটওয়ার্ক কোনও কিছুতেই কোনও খবর মিলছে না।
চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, গত বুধবার নিজের বাড়িতে বসেই যখন ফোনে তাদের সাক্ষাৎকার দিচ্ছিলেন সুন, তখন আচমকা তিনি বলে ওঠেন, আবার পুলিশ এসে গেছে বাধা দিতে।
ফোনের ওপ্রান্তে সুনের শেষ কথা ছিল,আমার বাড়িতে তোমরা কিছুতেই ঢুকতে পার না, আমার বাক স্বাধীনতা আছে।
সুনের এই নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চিন্তায় বিশেষজ্ঞ এবং জিনপিং সরকারের সমালোচকরা। জিনান পাবলিক সিকিওরিটি ব্যুরো বা সুনের প্রাক্তন কর্মক্ষেত্র শানডং বিশ্ববিদ্যালয়ও তার কোনও খবর দিতে পারেনি। মার্কিন চ্যানেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তারা সুনের সন্ধান চালাচ্ছে সাধ্যমতো। কোনও খবর পেলেই জানানো হবে তার অনুরাগীদের।
প্রসঙ্গত, শানডং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর এক কট্টর সমালোচক। গণতন্ত্রের সমর্থনে চার্টার-০৮-এ লিউ শিয়াবাও-এর সঙ্গেই স্বাক্ষর করেছিলেন তিনি। বছর কয়েক আগেও পুলিশের কাজের প্রতিবাদ করে বেদম মার খেয়েছিলেন বৃদ্ধ সুন।
বরাবরই সরকারের কড়া সমালোচক সুনকে নজরদারিতেই রাখে চীনা পুলিশ। সম্প্রতি শি-র আফ্রিকা সফর নিয়েও কটাক্ষ করে তিনি বলেছিলেন, দেশের মানুষ যখন আরও গরীব হচ্ছে তখন তাদের টাকা দিয়ে প্রেসিডেন্টের এই বিদেশ সফর অনুচিত।
বিডি প্রতিদিন/০৪ জুলাই ২০১৮/আরাফাত