জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলকে প্রত্যাখান করেছেন। চামিসার দাবি, নির্বাচন কমিশন কোন রকম 'ভোট যাচাই না করে' ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির নেতা এমারসন এমনানগাগওয়াকে বিজয়ী ঘোষণা করেছেন।
বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নির্বাচন কমিশন নেলশন চামিসার অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরো নির্বাচনে কোন রকম 'চাতুরী'র আশ্রয় নেওয়া হয়নি।
এদিকে, নির্বাচনে বিজয়ী এমারসন এমনানগাগওয়া এক টুইট বার্তায় দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘নতুন শুরু’র প্রতি আহ্বান জানিয়েছেন। চার দশক ক্ষমতা থাকার পর রবার্ট মুগাবেকে ছাড়া দেশটিতে এটাই ছিল প্রথম নির্বাচন।
উল্লেখ্য, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় পরিষদের ২১০ আসনের মধ্যে জানু-পিএফ নেতা এমারসন পেয়েছেন ১১০টি আসন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪১টি আসন।
বিডি প্রতিদিন/০৪ জুলাই ২০১৮/আরাফাত