পাকিস্তানে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) যখন সরকার গঠনের দিকে এগোচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী পদে প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিলো বিরোধী জোট।
নওয়াজ শরিফের দল পিএমএলএন, বিলাবল জারদারি ভুট্টোর দল পিপিপি এবং আরও বেশ কয়েকটি দল একজোটে এই সিদ্ধান্ত নেয়।
দল দুটির নেতৃত্বে কয়েকটি ছোট দল নিয়ে অল পার্টিজ কনফারেন্স (এপিসি) বলেছে, তারা পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দেবে এবং সবাই মিলে তাকে সমর্থন দেবে। যাতে ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হতে না পারেন।
পাকিস্তানে গত সপ্তাহের নির্বাচনে সবচেয়ে বেশি ১১৬টি আসন জিতেছে ইমরানের পিটিআই। সরকার গড়তে ছোট দলগুলোর সঙ্গে আলোচনা করছে দলটি। অন্যদিকে পিএমএল-এন ও পিপিপির সম্মিলিত আসন ১০৭।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন