ভারত ও ব্রাজিলের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করতে পারে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ ফিলিপ এন হাওয়ার্ড মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এমনটি দাবি করেছেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউট অ্যান্ড বালিওল কলেজের ইন্টারনেট স্টাডিজের একজন স্ট্যাচুয়ারি প্রফেসর হাওয়ার্ড মার্কিন সিনেটের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর বিদেশি প্রভাব বিষয়ক গোয়েন্দা কমিটির সামনে রাশিয়ার ব্যাপারে এমন মন্তব্য করেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
তিনি আরও বলেন, এ দেশ দুটিতে অবস্থা আরও ভয়াবহ হতে পারে। কেননা সেখানে মিডিয়া পেশাদার নয়। সিনেটর সুসান কলিন্সের এক প্রশ্নের উত্তরে সোশ্যাল মিডিয়া রুশ হস্তক্ষেপের ব্যাপারে উদাহরণ তুলে ধরতে গিয়ে হাওয়ার্ড হাঙ্গেরির মিডিয়ায় হস্তক্ষেপের উল্লেখ করেন।
চলতি বছরের অক্টোবরে ব্রাজিলে এবং আগামী বছর ভারতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে সিনেটের শক্তিশালী এ কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন