ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েচে। শুক্রবার দিবাগত রাত থেকে রাজ্যটির সোপিয়ান জেলার কিল্লোরা গ্রামে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়, শেষ হয় শনিবার সকালের দিকে। নিহত পাঁচ জঙ্গিরই লাশ উদ্ধার করা হয়েছে, তারা প্রত্যেকেই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুক্রবার রাতে শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে সোপিয়ানে জঙ্গিদের সন্ধানে অভিযান চালায় যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতির খবর টের পেয়েই জঙ্গিরা তাদের গোলাবর্ষণ শুরু করে। বাহিনীর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। রাতেই উমর মালিক নামে এক লস্কর-ই-তৈয়বা জঙ্গির মৃত্যু হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেলসহ গোলাবারুদ। পরে আজ ভোরের দিকে নিহত আরও চার জঙ্গি।
এদিকে, সেনা-জঙ্গির সংঘর্ষ চলাকালীন সময়ে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা।
জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এস.পি.বেদ জানিয়েছেন, ‘কিল্লোরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরই সেখানে অভিযান চালানো হয়। পুরো জায়গা ঘিরে ফেলে রাজ্য পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ’এর যৌথ বাহিনী। শুরু হয় গুলির লড়াই। এতে গতকাল রাতেই এক জঙ্গি মারা যায়। সারা রাত ধরে সংঘর্ষ চলার পর আজ সকালে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়’।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৮/মাহবুব