ইয়েমেনের হুদায়দা প্রদেশে আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত বিমান হামলার পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ অংশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের জিজান, নাজরান এবং আসির এলাকায় গত দুই দিনে অন্তত পাঁচটি 'যিলযাল' প্রকৃতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
সৌদি আরবের অব্যাহত হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনি বাহিনী নিয়মিতভাবেই এসব ক্ষেপণাস্ত্র রিয়াদের বিরুদ্ধে ব্যবহার করছে। তবে ইয়েমেনি বাহিনীর এসব পাল্টা হামলায় কেউ নিহত হয়েছে কিনা বা কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইয়েমেনি সেনাবাহিনী আলাদাভাবে সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের মাজেজেহ এবং আলাব এলাকায় সৌদি বাহিনীর অবস্থান দখলে নিয়েছে। এছাড়া, তারা জিজান প্রদেশের আল দাউদ এবং আল দুখান পার্বত্য এলাকায় সৌদি মদদপুষ্ট দুই তিন সন্ত্রাসীকে হত্যা করেছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসী বাহিনীর হামলায় প্রায় ৬ লাখ বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের ২ কোটি ২০ লাখ মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন। এদের মধ্যে ৮৪ হাজার ব্যক্তি প্রচণ্ড ক্ষুধায় জীবন যাপন করছে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৮/আরাফাত