বার বার চুক্তি ভাঙছে উত্তর কোরিয়া৷ পাশপাশি জারি রেখেছে পরমাণু কার্যকলাপ৷ জাতিসংঘের রিপোর্টের দাবি, কিম দমে যাওয়ার পাত্র নয়৷ তাই উত্তর কোরিয়া নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের৷
জাতিসংঘের সেই রিপোর্ট বলছে, বেআইনি পথে বাইরে অস্ত্র বিক্রি করছে পিয়ংইয়ং৷ জাহাজে জাহাজে চলছে অস্ত্র পাচার৷ যুক্তরাষ্ট্রের বিশেষ গোয়েন্দা বাহিনী সবসময় উত্তর কোরিয়ার উপর নজর রাখছে৷
গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেদের দাবিতে অনড়৷ শুক্রবারই উত্তর কোরিয়ার চুক্তি ভাঙা সম্পর্কিত বিভিন্ন তথ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করা হয়েছে৷ রিপোর্ট বলছে,
গত সপ্তাহেই পিয়ংইয়ং নতুন করে পরমানু অস্ত্র উৎক্ষেপন করেছে। জাহাজ পথে ছোট-বড় আগ্নেয়াস্ত্র বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। বিভিন্ন সামরিক খাতেও অস্ত্র পাচার চলছে অস্ত্র বিক্রি করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে তেল পাচারও চলছে চড়া দামে। বেশ কয়েকটি দেশ উত্তর কোরিয়াকে সমর্থন করছে
চলতি বছরের জুন মাসেই সিঙ্গাপুরে আমেরিকা-উত্তর কোরিয়ার শান্তি স্থাপনে বৈঠক হয়৷ পরমানু উৎক্ষেপন থেকে বিরত থাকবে পিয়ংইয়ং, বৈঠকে স্থিরও হয়৷ ট্যুইটে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন, উত্তর কোরিয়াকে নিয়ে আর ভয় নেই৷ কথা রাখবেন কিম৷
তবে কূটনৈতিক চুক্তির মান্যতা রাখেননি কিম৷ যুক্তরাষ্ট্রের দাবি যার খেসারত উত্তর কোরিয়াকে দিতে হবে৷ রাশিয়াসহ বিভিন্ন দেশকে ট্রাম্পের বার্তা, উত্তর কোরিয়াকে কোনঠাসা করতে তারা উদ্যোগী হোক৷ অবশ্য, এখনও এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কোনও আশ্বাস দেয়নি রাশিয়া৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর