রাশিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরবেলা ‘এম আই-৮ ‘ হেলিকপ্টারটি উত্তর সার্বিয়ার একটি তেল স্টেশনে ধাক্কা মারে। এতে পাইলটসহ ১৮ জন যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন জানাচ্ছে, উড়ানের কিছুক্ষণ পরই অন্য একটি জ্বালানিবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয় ‘এম আই-৮' হেলিকপ্টারটি। আবহাওয়া স্বাভাবিক থাকার কারণে অন্য বিমানটি অক্ষত অবস্থায় অবতরণ করতে পারে।
এ ব্যাপারে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি জানিয়েছে, তারা এই দুর্ঘটনার একটি অপরাধমূলক তদন্ত করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার