সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশের বনাঞ্চলে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ দ্য ইন্ডিপেনডেন্ট বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েেছে।
খবরে বলা হয়, ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগেই আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের কাছে পৌঁছতে বন পরিষ্কার করে একটি পথ তৈরি করা হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। প্লেনটি বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার