আল-কায়দা ও ইসলামিক স্টেট জঙ্গিদের কীভাবে হত্যা করা যায়, আফগান সেনাবাহিনীকে তার প্রশিক্ষণ দেবে চীন। এই প্রশিক্ষণ নিতে আফগান সেনার একটি বাছাই দল খুব শিগগিরই চীনে যাবে। এমনটাই জানিয়েছেন চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জনান মোসাজাই।
জনান মোসাজাই বলেন, আফগানিস্তানের আর্জি মেনে সেনাবাহিনীকে এই প্রশিক্ষণ দিতে রাজি হয়েছে চীন। চীনের সহযোগিতায় তারা 'মাউন্টেন ব্রিগেড' গড়ে তুলবে। এই মাউন্টেন ব্রিগেডকেই আল-কায়দা ও আইসিস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে। সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/০৮ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত