ল্যুভর আবু ধাবি লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা, বিশ্বের সবচেয়ে দামী চিত্রকর্ম সালভাদর মুন্ডি'র (বিশ্বের রক্ষাকর্তা) প্রদর্শনী স্থগিত করেছে। গত মাসে ছবিটিকে ঘিরে শুরু হওয়া নানা বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ছবিটির প্রদর্শনী হওয়ার কথা ছিল। গত বছরের নভেম্বরে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি থেকে ৪৫০.৩ মিলিয়ন ডলারে ছবিটি কিনে নেন একজন অজ্ঞাতনামা ক্রেতা। গুঞ্জন আছে সেই ক্রেতা আর কেউ নন, স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ছবিটির প্রদর্শনী কেন স্থগিত করা হয়েছে তার কোনো কারণ জানায়নি সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয়। তবে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর ল্যুভর আবুধাবির ১ বছর পূর্ণ হবে। সে জন্যই হয়তো অপেক্ষা করছে জাদুঘর কর্তৃপক্ষ।
গত মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপক ম্যাথিউ ল্যান্ড্রাস বিশ্বের অন্যতম আলোচিত চিত্রকর্ম সালভাদর মুন্ডি ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, এ ছবিটির বেশিরভাগটাই এঁকেছেন লিওনার্দো দ্য ভিঞ্চির সহকারী বার্নার্দিনো লুইনি। সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা