ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় পার করছে যুক্তরাষ্ট্র। দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে দুই ক্ষেত্রেই এখন এমন অবস্থার মুখোমুখি যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন সরকার তার মিত্রদের সমর্থন পর্যন্ত হারিয়েছে।
বুধবার ইরানের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে ওয়াশিংটনের মিত্ররা আর রাজনৈতিকভাবে বসে নেই। এমনকি দীর্ঘদিনের মিত্ররা এখন গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যাচ্ছে। কেবলমাত্র খারাপ কাজের জন্য বিখ্যাত কিছু দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। এখন যুক্তরাষ্ট্রের গবেষক, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ পর্যায়ের অনেকেই একই কথা বলছেন ও তাদের কেউ কেউ মার্কিন রাষ্ট্রনায়কদের বোকা বলে আখ্যায়িত করে থাকেন। এ ধরনের ঘটনা মার্কিন ইতিহাসে কমই ঘটেছে।
তিনি আরও বলেন, অতীতের চেয়ে যুক্তরাষ্ট্র এখনকার অভ্যন্তরীণ রাজনীতি অনেক আলাদা ও দেশটি এখন সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান