Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৬

স্কুলের শৌচালয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা

অনলাইন ডেস্ক

স্কুলের শৌচালয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা
প্রতীকী ছবি

ছয় বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হল। একটি স্কুলের শৌচালয় থেকে গতকাল শনিবার উদ্ধার করা হয় সেই শিশুর অর্ধনগ্ন দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার বসন্তপুর গ্রামে।

গোন্ডা জেলার এসপি লালা সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশি কুকুর দিয়ে তদন্ত চালানো হচ্ছে। তবে সন্দেহভাজন কিছু স্থানীয় যুবকদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, দাদা-দাদির সঙ্গে এক আত্মীয় বাড়ির পূজায় এসেছিল সেই ছয় বছরের শিশুটি। বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিল সে। পুলিশে খবর দেওয়া হলে স্থানীয় এলাকায় তল্লাসি চালানো হয়। দু’দিন পর বসন্তপুরের একটি স্কুলবাড়ির শৌচালয় থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য