চীন কখনও বিশ্বে প্রভাব বিস্তার বা আধিপত্য করার চেষ্টা করবে না। আবার অন্য কোনও দেশের হুমকিও মেনে নেবে না। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিংপিং। চীনের বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন জিংপিং।
চীনের প্রয়াত নেতা দেং জিয়াওপিং চার দশক আগে অর্থনৈতিক সংস্কার শুরু করেছিলেন। এবং বিশ্বের জন্য চীনের বাজার খুলে দিয়েছিলেন। এর বদৌলতেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয়-বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে।
রাজধানী বেজিংয়ে ‘গ্রেট হল অব দ্য পিপল’র ভাষণে প্রেসিডেন্ট জি বলেন, “চীন অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি অর্জন করার পরও বিশ্বে কখনও আধিপত্য বিস্তারের চেষ্টা করবে না। অন্য কোনো দেশকে শোষণ করেও উন্নতি করবে না।”
বরং মানবজাতির সার্বজনীন ভবিষ্যতের জন্য চীন যে অনেক অবদান রেখেছে সেগুলোই ভাষণে তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট। শক্তিমত্তা যতই বাড়ুক বিশ্বে কারও ওপর চিন প্রভাব বিস্তার করবে না জানিয়ে জি বলেন, “চীনের উন্নয়ন কোও দেশের জন্যই হুমকি নয়।”
তবে একইসঙ্গে তিনি বলেন, “কেউ চীনের ওপর কর্তৃত্ব করবে সেটিও তারা মানবে না। চীনের অর্জিত সাফল্যের কারণেই এখন তাদের কী করা উচিত, আর কী করা উচিত না সে ব্যাপারে কেউ আর চিনের মানুষকে উপদেশ দেওয়ার ক্ষমতা রাখে না।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর