কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলিতে পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানি নাগরিক কামরান নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোমবার নিহত হন তিনি।
এর আগে একই অভিযানে পুলওয়ামায় আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারের প্রশিক্ষক আফগান নাগরিক রশিদ গাজিও নিহত হন।
রবিবার গভীর রাতে পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায় জঙ্গিরা আবারও ভারতীয় সেনাদের ওপর হামলা চালালে তারাও পাল্টা জবাব দেয়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ।
উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার জঙ্গি হামলায় ভারতের ৪৯ সেনা নিহত হন।
এ ঘটনার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে।
ভারতের হামলার চার দিনের মাথায় রবিবার পাকিস্তানি সেনাদেরও ওপর হামলা হয়। এতে নিহত ৯ সেনা সদস্য।
এরপরও ওই দিনই গভীর রাতে কাশ্মীরে ভারতের সেনাদের ওপর আবারও হামলা চালায় জঙ্গিরা।
বিডি প্রতিদিন/কালাম