Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ মার্চ, ২০১৯ ১৪:৫৮
আপডেট : ২৫ মার্চ, ২০১৯ ১৫:১০

ইরানের বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে!

অনলাইন ডেস্ক

ইরানের বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থীর বিয়ে!

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিবাহ উৎসব। প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই উৎসব। এবারের উৎসবটি ছিল ২২তম। গত ১১ মার্চ অনুষ্ঠিত এই উৎসবের স্লোগান ছিল ‘জান্নাত পর্যন্ত সহযাত্রী’। এ উৎসবে কেবল তেহরান বিশ্ববিদ্যালয়েরই ৬০০ ছাত্রছাত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আর এ বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। খবর পার্স নিউজের।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটিতে আলেমসমাজ তারুণ্যের নৈতিক উন্নতির প্রতি বিশেষ নজর দেন।

যার ফলস্বরূপ বিগত প্রায় দুই যুগ ধরে এ ধরনের ‘বিবাহ উৎসব’ চলে আসছে। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে প্রতি বছর এ ‘বিবাহ উৎসবের’ আয়োজন করা হয়ে থাকে।

আধুনিক শিক্ষাব্যবস্থা অবিবাহিত ছেলেমেয়েদের পরস্পরের কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি করে দিয়েছে।

এখানে পরস্পর চিন্তাবিনিময়ের সুযোগ ঘটছে; যেসব বিষয়কে একটি ছেলে বা মেয়ে গুরুত্ব দেয়, তার ভিত্তিতেই অপরজনকে পছন্দ করার সুযোগ তৈরি হচ্ছে।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য