স্বামীর গায়ের রং কালো, আর স্ত্রীর ফর্সা। আর সেকারণেই স্বামীকে জীবন্ত পুড়িয়ে মারল স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে। ঘুমানোর সময় স্বামী সত্যবীর সিংয়ের গায়ে আগুন ধরিয়ে দেয় স্ত্রী প্রেমশ্রী। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধি ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হলেও, পরবর্তীতে সত্যবীরের মৃত্যু হলে সেটি পরিবর্তন করে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়। এই ঘটনায় রীতিমতো হতবাক সত্যবীরের পরিবার।
ঘটনা প্রসঙ্গে মৃতের ভাই হরবীর সিং জানান, দু’বছর আগে বিয়ে হয়েছিল প্রেমশ্রী এবং সত্যবীরের। দু’জনের পাঁচ মাসের এক কন্যাসন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই গায়ের রং কালো হওয়ায় স্বামীকে কখনই পছন্দ করত না প্রেমশ্রী। সবার সামনে অনেকবারই সেকথা বলেছিল সে। কিন্তু এজন্য যে স্বামীকে সে পুড়িয়ে মারবে, একথা কেউই ভাবতে পারেননি। এদিকে, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর