২১ এপ্রিল, ২০১৯ ১২:৫৩

ফ্রান্সে বিক্ষোভ, ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান

অনলাইন ডেস্ক

ফ্রান্সে বিক্ষোভ,  ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান

ফাইল ছবি

কাঁদানে গ্যাস ছুঁড়ে ফ্রান্সের দাঙ্গা পুলিশ 'হলুদ জ্যাকেট' পরিহিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। টানা ২৩ সপ্তাহ ধরে আন্দোলনরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ। এসময় বিক্ষোভকারীরা রাস্তার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, ফ্রান্স জুড়ে ২৭ হাজার ৯০০ জন এই বিক্ষোভে অংশ নিয়েছে। এর মধ্যে রাজধানী প্যারিসেই ৯০০০ মানুষ বিক্ষোভে অংশ নেয়। ১৮২ জন হলুদ জ্যাকেটধারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

গত সপ্তাহে প্যারিসের ঐতিহাসিক নটরডেম গির্জায় অগ্নিকাণ্ডের পর হলুদ জ্যাকেটধারীদের এটিই প্রথম বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়াদের হাতে ‘সবকিছু নটরডেমের জন্য, দুর্দশাগ্রস্তদের জন্য কিছু নয়’ এমন স্লোগান লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা সবাই গির্জা।’


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর