শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বোমা হামলায় ১৫৬ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৪০২।
রবিবার সকালে ইস্টার সানডে-এর প্রার্থনা চলাকালে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।
খবরে বলা হয়েছে, কলম্বোর কোচচিকাদো অঞ্চলের সেন্ট অ্যানথনি এবং রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে নিগমবোতে সেন্ট সেবাস্তিয়ান ও আড়াইশ কিলোমিটার দূরে আরেকটি গির্জায় হামলা হয়।
উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন