২২ এপ্রিল, ২০১৯ ১০:১৬

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের গির্জা ও বিলাসবহুল হোটেলসহ ৮টি স্থানে দফায় দফায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।

নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির।

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে এই হামলার ঘটনা ঘটে।

ভয়াবহ এই হামলার ঘটনায় দেশটিতে কারফিউ জারির পাশাপাশি ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত এই সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ । আশঙ্কা করা হচ্ছে, এই হামলার পেছনে আইএস ফেরত একটি গ্রুপ থাকতে পারে। 

জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় এই হামলার ঘটনা ঘটে।

এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণ হয়েছে।

সবগুলো বিস্ফোরণের ঘটনা একই সময়ে ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর