২২ এপ্রিল, ২০১৯ ১২:০৪
খবর টাইমস অব ইন্ডিয়া'র

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণ, এখন পর্যন্ত গ্রেফতার ২৪

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণ, এখন পর্যন্ত গ্রেফতার ২৪

ইস্টার সানডে'র সকালে ভয়াবহ বোমা বিস্ফোরণ। সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বমোট ৮টি বিস্ফোরণে লন্ডভন্ড শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও আরও কয়েকটি শহর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জনকে সিআইডি'র হাতে তুলে দিয়েছে পুলিশ।

গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় জঙ্গি হামলা শ্রীলঙ্কায়। কাঁপল কলম্বোসহ দেশের একাধিক জায়গা। প্রথমে বিস্ফোরণ ঘতে ৩টি চার্চে। কলম্বোর সেন্ট অ্যান্টনি, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান ও বাত্তিকালোয়ার জিয়ন গির্জায় প্রায় একই সময় বিস্ফোরণ হয়।

এরপরের টার্গেট কলম্বোর অভিজাত হোটেল। পরপর বিস্ফোরণ হয় সিনামন গ্র্যান্ড, শানগ্রিলা, কিংসবারি ও মাউন্ট ল্যাভিনিয়া হোটেলে। শেষ বিস্ফোরণটি হয় কলম্বো লাগোয়া দেমাতাগোড়ার একটি আবাসনে ৷

শ্রীলঙ্কা গোয়েন্দাদের আশঙ্কা, এই হামলার পিছনে রয়েছে এনটিজের হাত। দেশজুড়ে কার্ফু জারির পাশাপাশি শ্রীলঙ্কা জুড়ে সোশাল মিডিয়া ব্যবহারে জারি হয়েছে সাময়িক নিষেধাজ্ঞা। গোটা দেশজুড়ে চলছে তল্লাশি। এরমধ্যেই রবিবার গভীর রাতে কলম্বোর এয়ারপোর্টের কাছে একটি পাইপের মধ্যে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। যদিও সেটিকে ডিফিউজ করতে সক্ষম হয়েছে পুলিশ ৷

ধারাবাহিক আটটি বিস্ফোরণের জেরে আহতের সংখ্যাও ছাড়িয়েছে প্রায় ৫০০। মৃতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মৃতদের মধ্যে রয়েছেন ৩৫ জন বিদেশীও। এরা কেউ ছিলেন ব্রিটিশ, পর্তুগীজ, চাইনিজ এবং যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর