শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পেছনে উগ্র ইসলামপন্থীদেরকেই দায়ী করছে দেশটির পুলিশ।
পুলিশ বলছে, তাদের বিশ্বাস উগ্র ইসলামপন্থীরাই ইস্টার সানডেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটিয়েছে। এসব উগ্রপন্থী গোষ্ঠীগুলো স্থানীয়ভাবেই তাদের এই তৎপরতা চালায়।
বেশ কিছু বিদেশিসহ রবিবারের এ ঘটনায় নিহত হয়েছেন এখন পর্যন্ত ২৯০ জন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০০ জন।
তবে হামলার দায় আনুষ্ঠানিকভাবে এখনো কেউ স্বীকার করেনি।
এদিকে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম