শ্রীলঙ্কায় আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তওহিদ আল ওয়াতানিয়া হামলার দায় স্বীকার করলেও লঙ্কান কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম জানায়, জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত এনটিজে'র ওপর সার্বক্ষণিক নজর রাখছে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ভয়ঙ্কর হামলার পর মধ্যরাত থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে দেশটির সামরিক বাহিনীকে। বিশেষ ক্ষমতা আইনে, আদালতের সিদ্ধান্ত ছাড়াই সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আটক করতে পারবে সেনাবাহিনী।
এদিকে গির্জা ও আবাসিক হোটেলে সন্ত্রাসী হামলায় প্রায় তিনশো' মানুষ নিহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করছে শ্রীলঙ্কা।
এর মধ্যেই লঙ্কান ডাক্তার ও পুলিশের বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববারের শক্তিশালী বোমার আঘাতে অধিকাংশ মরদেহই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ শনাক্তে বেশ হিমশিম খেতে হচ্ছে লঙ্কান কর্তৃপক্ষকে।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৯/আরাফাত