খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে আত্মঘাতী হামলার সমলোচনা করে শ্রীলঙ্কার প্রধান রোমান ক্যাথোলিক নেতা বলেছেন, এই হামলা ‘মানবতাকে অপমান করেছে।’
কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ক্যালকম রঞ্জিত আবারও হামলার আশঙ্কায় চার্চগুলোতে সব ধরনের প্রার্থনা বন্ধ রাখার পর রবিবারের বোমা হামলার ঘটনায় নিহতদের জন্য আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্যাথোলিক নেতা বলেন, ‘গত রবিবার যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি মানবতার অপমান।’
নিশ্ছিদ্র পাহারার মধ্যে কলম্বোর সেন্ট এন্থনি’স শ্রাইন চার্চের বাইরে রবিবার সকাল পৌনে ৯টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে ঠিক এই মুহূর্তেই ওই চার্চে হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম