তুরস্কে ধরা পড়া সংযুক্ত আরব আমিরাতের সন্দেহভাজন দুই গুপ্তচরের একজন আত্মহত্যা করেছে। সোমবার তুরস্কের গণমাধ্যম এ খবর দিয়েছে।
ইস্তাম্বুল শহরের সিলিভরি কারাগারে ওই গুপ্তচর আত্মহত্যা করে। তুরস্কের বিচার মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে। গত ১৫ এপ্রিল সন্দেহভাজন দুই গুপ্তচরকে ইস্তাম্বুল শহর থেকে আটক করে তুরস্কের নিরাপত্তা বাহিনী।
তুরস্কের একজন শীর্ষ পর্যয়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আটক দুই ব্যক্তি স্বীকার করেছে যে, তুরস্কে বসবাসরত আরব নাগরিকদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে তারা গুপ্তচরবৃত্তি করছিল। আটক দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কযুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যক্তিকে গত ছয় মাস ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল।
তুর্কি এ কর্মকর্তা বলেন, সম্ভবত আটক দুই গুপ্তচর তুরস্কে বসবাসরত ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিত্বসহ আরব নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল।
গত বছরের অক্টোবর মাসে সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট ভবনে নিহত হন। তিনি সৌদি সরকারের কড়া সমালোচক ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৯/আরাফাত