২৪ জুন, ২০১৯ ১৩:০৮

ইরানে সাইবার হামলা: কঠিন চেষ্টা করেও সফল হয়নি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানে সাইবার হামলা: কঠিন চেষ্টা করেও সফল হয়নি যুক্তরাষ্ট্র

নিজেদের অস্ত্রব্যবস্থাপনার কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার ঘটনা স্বীকার করেছে ইরান।

তবে দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র কঠিন চেষ্টা করেও সফল হয়নি। তাদের চেষ্টা পুরোপুরি বিফলে গেছে।

ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ জাভেদ আযারি এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্রের সাইবার হামলার বিষয়ে জাভেদ বলেন, তারা (যুক্তরাষ্ট্র) কঠোর চেষ্টা করেছে, কিন্তু তাদের হামলা সফল হয়নি।

ইরানের কম্পিউটার নেটওয়ার্কে বহির্বিশ্বেরর সাইবার হামলাকে সাইবার সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, গত বছর ইরান তাদের জাতীয় ফায়ারওয়ালের মাধ্যমে ৩৩ মিলিয়ন সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

তিনি তার বক্তব্যে ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানা স্টাক্সনেট ভাইরাসের কথা উল্লেখ করেন।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২০ জুন ইরানের সমরাস্ত্র-ব্যবস্থায় সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ন্ত্রণের কম্পিউটার ব্যবস্থা অকার্যকর হয়েছে বলে দাবি তোলে হামলাকারী দেশটি।

যুক্তরাষ্ট্রের এমন দাবির পরিপ্রেক্ষিতে হামলার বিষয়ে মুখ খুললো ইরান।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, তেলবাহী ট্যাংকারের হামলা ও মার্কিন ড্রোন ভূপাতিত করার বদলা নিতে এই সাইবার হামলা চালায় যুক্তরাষ্ট্র।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর