২৭ জুন, ২০১৯ ১৪:০২

ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নেই : জারিফ

অনলাইন ডেস্ক

ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নেই : জারিফ

ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি। তাই এই দেশকে বাদ দিয়ে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বুধবার রাজধানী তেহরানে ‘আফ্রিকা দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ইরানকে নিশ্চিহ্ন করে দেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার একদিন পর  এ মন্তব্য করেন জাওয়াদ জারিফ।

এসময় তিনি আরও বলেন, ইরানকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা করছে আমেরিকা কিন্তু তাদের এ চিন্তা চরমভাবে ভুল। কারণ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানকে প্রয়োজন, আর ইরানের জন্য দরকার হলো আঞ্চলিক নিরাপত্তা।

ইরানি বলেন, আমেরিকাই এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেছে এবং আঞ্চলিক নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর