পাকিস্তানের লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলিতে দু'জন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরো দু’জন।
বুধবার সকালের দিকে দুই অস্ত্রধারী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
গুলিতে হতাহতরা সৌদি আরবে পবিত্র উমরাহ শেষে দেশে ফিরছিলেন। হামলায় আহত দু’জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই অস্ত্রধারী এ হামলা চালায়। বিমানবন্দরের লাউঞ্জের ভেতরই দু'জনকে টার্গেট করে গুলি করে অস্ত্রধারীরা। এ সময় পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, হামলাকারী ওই দুজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তারা একটি টেক্সিতে চড়ে বিমানবন্দরে এসেছিল। ব্যক্তিগত শত্রুতার জেরেই গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
নিহত দু'জন পিপলস পার্টির নেতা বাবর বট হত্যা মামলার আসামি ছিলেন। দেড় বছরের মধ্যে লাহোরের এই আন্তর্জাতিক বিমানবন্দরে দুবার হামলার ঘটনা ঘটল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন