রাশিয়া বলেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে তারা ইরানকে সমর্থন করে এবং মার্কিন প্রাচেষ্টা সত্ত্বেও তেহরানকে জ্বালানি বাজারে সমান শক্তি হিসেবে দেখতে চায়।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা সম্পূর্ণভাবে অবৈধ ও বেআইনি; এগুলো জাতিসংঘের মাধ্যমে অনুমোদিত নয়।
সৌদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ মঙ্গলবার অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে ইরান। এ সম্পর্কে নোভাক বলেন, তিনি মনে করেন ইরানের কারণে এ পরিস্থিতি তৈরি হয় নি বরং মার্কিন যুদ্ধকামী নীতির কারণে সমস্ত অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে একতরফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা বলছে, ইরানের তেল রপ্তানি শূণ্যের কোঠায় আনা হবে। এ পরিকল্পনাা বাস্তবায়ন করতে গিয়ে মার্কিন সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে বাড়তি তেল সরবরাহ করার চাপ দিচ্ছে।
বিডি প্রতিদিন/০৩ জুলাই, ২০১৯/আরাফাত