বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। উত্তেজনা বিরাজ করছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। এ অবস্থায় কাশ্মীরি মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে ইরান বিশেষকরে আয়াতুল্লাহ খামেনেয়ীর অবস্থান প্রশংসনীয়, পাকিস্তান এ জন্য ধন্যবাদ জানাচ্ছে।
গত ৫ আগস্ট কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এতে এ রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আত্মপ্রকাশ করবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিশেষ মযর্দা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে সেনা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন