২৩ আগস্ট, ২০১৯ ০১:১৮

কাশ্মীরিদের সমর্থন দেওয়ায় ইরানকে ধন্যবাদ পাকিস্তানের

অনলাইন ডেস্ক

কাশ্মীরিদের সমর্থন দেওয়ায় ইরানকে ধন্যবাদ পাকিস্তানের

কাশ্মীরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী

বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। উত্তেজনা বিরাজ করছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে।  এ অবস্থায় কাশ্মীরি মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান সরকার।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মাদ ফয়সাল এ কথা জানান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে ইরান বিশেষকরে আয়াতুল্লাহ খামেনেয়ীর অবস্থান প্রশংসনীয়, পাকিস্তান এ জন্য ধন্যবাদ জানাচ্ছে।

গত ৫ আগস্ট কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এতে এ রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে আত্মপ্রকাশ করবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। বিশেষ মযর্দা বাতিলের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীরে। কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে সেনা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর