২৩ আগস্ট, ২০১৯ ২১:২৪

চার মাস পর শ্রীলঙ্কায় প্রত্যাহার হল জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক

চার মাস পর শ্রীলঙ্কায় প্রত্যাহার হল জরুরি অবস্থা

চার মাস পর শ্রীলঙ্কা জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। গত এপ্রিলে ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলা পর জরুরি অবস্থা জারি করা হয়েছিল। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জরুরি অবস্থা প্রত্যাহারের খবর জানিয়েছে। খবর রয়টার্স'র।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, সিরিসেনা জরুরি অবস্থার মেয়াদ আর বাড়াচ্ছেন না। তার মানে আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার হলেও তা গতকাল থেকেই কার্যকর হয়।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক সূত্র ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘নতুন করে আরও নির্দিষ্ট কিছু মেয়াদে জরুরি অবস্থা জারি করেননি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো নিয়ে কোনো নির্দেশ জারি করেননি তিনি।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর