পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনা করেছেন। টুইটারে ইমরান খান লিখেছেন, বিশ্বকে অবশ্যই দেখতে হবে, কী করে ভারত কাশ্মীরে সব ধরনের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। কিন্তু বিশ্ব এ ব্যাপারে নীরব কেন? যখন মুসলিমরা নির্যাতিত হয়, তখন কি আন্তর্জাতিক মহলের মানবতা মরে যায়? বিশ্বের ১.৩ বিলিয়ন মুসলিমের কাছে কী বার্তা পৌঁছাচ্ছে?
বৃহস্পতিবার রাতে টুইটারে ইমরান আরও লেখেন, মোদি সরকারের দখলদার বাহিনী আজ ৩২তম দিনের মতো কাশ্মীর অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ দশার মধ্যে ভারতীয় বাহিনী অনেক কাশ্মীরি নারী-শিশু ও পুরুষকে নির্যাতন ও হত্যা করেছে। পুরুষদের বাড়ি থেকে তুলে নিয়ে কারাবন্দি করে রেখেছে। কারফিউ ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে হাসপাতালগুলোতে ওষুধপত্র ও দরকারি সরঞ্জাম নেই। মৌলিক চাহিদার যোগানও তলানিতে। ব্ল্যাকআউটের মাধ্যমে কাশ্মীরিদের কণ্ঠ বাইরের দুনিয়ায় পৌঁছাতে দেওয়া হচ্ছে না। এরপরও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে সেখানকার ভয়াবহতার কিছু কিছু গল্প পাওয়া যাচ্ছে।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। এরপর কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে কাশ্মীর। কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী এখনো গৃহবন্দী।
বিডি প্রতিদিন/ফারজানা