ব্রাজিলের প্রেসিডেন্টের পর দেশটির অর্থমন্ত্রী পাওলো গুয়েদেসও ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁকে ব্যক্তিগত আক্রমণ করলেন। তিনি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মন্তব্যের সাথে তাল মিলিয়ে ব্রিজিটকে ‘আসলেই কুৎসিত’ বলে মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার এক অর্থনৈতিক ফোরামে অর্থমন্ত্রী পাওলো গুয়েদেস এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
অর্থমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট যা বলেছেন, সেটা সত্যি। ওই নারী আসলেই কুৎসিত। পরে অবশ্য এ মন্তব্যের জন্য গুয়েদেসের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তার এক মুখপাত্র জানান, জনসমক্ষে ফরাসি ফার্স্ট লেডির চেহারা নিয়ে ঠাট্টা করায় মন্ত্রী ক্ষমাপ্রার্থী।
এর আগে, মহাবন আমাজনে অগ্নিকাণ্ড ঘিরে ফ্রান্স ও ব্রাজিলের দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত দ্বন্দ্ব সবার নজরে আসে। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর স্ত্রীকে অপমান করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ফেসবুকের এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট স্ত্রী মিশেলের মতো আকর্ষণীয় নয় বলে দাবি করেন বোলসোনারো। তিনি ব্রিজিট ও মিশেলের কিছু ছবি শেয়ার করে লেখেন, তাকে (ইমানুয়েল ম্যাক্রোঁ) আর লজ্জা দেবেন না, হা হা। এখন আপনি বুঝতে পারছেন তো, আসলে কেন ম্যাক্রোঁ বোলসোনারোর পিছে লেগেছে।
বিডি-প্রতিদিন/শফিক