ওয়েকফিল্ডে বৃহস্পতিবার পুশির প্রশিক্ষণ কলেজে বক্তৃতা দিচ্ছিলেন ব্রেক্সিট নিয়ে তুমুল লড়াইয়ে থাকা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় এক শিক্ষানবিস নারী পুলিশ অসুস্থ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী দেরি করে আসার পর একঘণ্টারও বেশি কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাকে।
বক্তৃতার শেষ সময়ে একজন নারী পুলিশ বরিস জনসনের পেছনে ছিলেন। তখন তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। শিক্ষানবিশ পুলিশ সদস্য যখন অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ করছিলেন, তখন জনসন পেছনে ফিরে তাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি ঠিক আছ?’
এরপর মুখ ঘুরিয়ে তিনি বলেন, সব ঠিক আছে। আমি দুঃখিত। আমি মনে করি, বক্তৃতা শেষ করার এটি একটি ইঙ্গিত।
পরে সেই শিক্ষানবিশ পুলিশ সদস্যকে পড়ে যেতে দেখা সত্ত্বেও বক্তৃতা চালিয়ে যান তিনি। এতে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে বরিস জনসনের বিরুদ্ধে।
এ ব্যাপারে ব্রিটেনের ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ডিয়ানি অ্যাবোট সমালোচনা করে বলেন, জনসন এসব শিক্ষানবিশ পুলিশ সদস্যদের পায়ের ওপর দাঁড় করিয়ে রেখেছেন। এতে একজন অসুস্থ হয়ে পড়লে অবাক হওয়ার মতো কিছু নেই।
উল্লেখ্য, এদিন অগোছালো ও অসংলগ্নভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর তার বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে শিক্ষানবিশ পুলিশ সদস্যদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ