কাশ্মীর পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তান-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন নিয়ন্ত্রণ রেখায় সফরে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান খান।
শুক্রবার সীমান্তে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ইমরান খান। সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের সময় ইমরান খান ও সেনা প্রধান বাজওয়া সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দেশটিতে শুক্রবার প্রতিরক্ষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। এ বছর প্রতিরক্ষা এবং শহীদ দিবস কাশ্মীরের সংহতি দিবসে হিসেবেও পালিত হচ্ছে।
এসময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ।
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। এরপর থেকে প্রতিবেশী দেশ দু'টির মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন