ভারতের বিখ্যাত বিজ্ঞানী ও চন্দ্রযান-২ মিশনের উপদেষ্টা জিতেন্দ্র নাথ গোস্বামী ও তার পরিবারের সদস্যদের নাম আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জিতে (এনআরসি) নেই।
৩১ আগস্ট প্রকাশিত ওই তালিকায় নাম আসেনি আরও ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের। নাম না থাকায় আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। তবে জিতেন্দ্র নাথ গোস্বামীর বিষয়টি একটু ভিন্ন। তিনি এনআরসিতে নাম অন্তর্ভূক্ত করার জন্য আবেদনই করেননি।
জিতেন্দ্র নাথ গোস্বামীর ভাই ও আসামের আইনসভার স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামী জানান, জিতেন্দ্র ও তাদের পরিবারের ভোটাধিকার রয়েছে ভারতের আরেক রাজ্য গুজরাটে। তারা ওখানকারই স্থায়ী বাসিন্দা। তাই তারা আবেদন করেননি। তাছাড়া এনআরসিতে আবেদনের জন্য জিতেন্দ্র কোনো আগ্রহই দেখাননি।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ফারজানা