৩৭০ ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে ভারত। এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার কাশ্মীর ইস্যুতে মুখ খুলল ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, জম্মু-কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভারতীয় সীমান্তের ভেতরেই নেওয়া হয়েছে। আমরা জানি যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। তারা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার এবং আইনকে সম্মান করে।
এদিকে, জম্মু-কাশ্মীর ইস্যুতে চীন ভারতের বিপক্ষে গেলেও পাশে দাঁড়ায় রাশিয়া। মস্কো স্পষ্ট জানায়, সংবিধান সম্মতভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে। তারা আশা করে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না।
অন্যদিকে কিছুটা হলেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ চীন। বেইজিংয়ে কুরেশির উপস্থিতিতেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘একতরফা’ সিদ্ধান্তে কেউ যেন ওই এলাকার স্থিতাবস্থা নষ্ট না করে।
এদিকে, কাশ্মীর নিয়ে ভারত সরকারের একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার