২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩

ইরানের নতুন ট্যাংক, ড্রোন ও বোমা প্রদর্শন

অনলাইন ডেস্ক

ইরানের নতুন ট্যাংক, ড্রোন ও বোমা প্রদর্শন

ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র মাজার কমপ্লেক্সের সামনে বিশাল প্রাঙ্গণে কুচকাওয়াজের সময় নতুন ট্যাংক, ড্রোন ও বোমা প্রদর্শন করেছে ইরান।

রবিবার প্রদর্শিত ইরানের নতুন ট্যাংকটির নাম 'হায়েল'। এই ট্যাংকটি কোনো ধরণের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। শত্রুপক্ষ কোনো কিছু বুঝে উঠার আগেই অভিযান চালাতে পারে এই ট্যাংক।

এছাড়া ইরান কামান-১২ নামের ড্রোন প্রদর্শন করেছে। এটি উড্ডয়নস্থলের এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভিযান পরিচালনা করতে পারে। এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

প্রদর্শন করা কাসেদ নামের স্মার্ট বোমাটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাগুলোর একটি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর