কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন দেশটির প্রাক্তন সংসদ সদস্য ও মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ'র সাধারণ সম্পাদক মাওলানা মাদানি।
রবিবার সংগঠনটির সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাওলানা মাদানি বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং অভ্যন্তরীণ বিষয়। এখানে প্রতিবেশী পাকিস্তান কিংবা অন্য কোন দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এটি সব সময় ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখানে কোন ছাড়া দিবে না ভারত। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এটি মুসলিমদের জন্য নতুন কিছু নয়। ১৯৫১, ১৯৬৩, ২০০৯ এবং বর্তমান প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে হিন্দ যেভাবে সমর্থন দিয়েছে এখন তাই।
তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ মুসলিমদের বৃহত্তম সংগঠন। সংগঠনটিতে ১২ মিলিয়ন সদস্য রয়েছে। যার বয়স ১০০ বছরের উর্ধ্বে।
গত ১১ সেপ্টেম্বর সংগঠনটির কাউন্সিলের সভায় সেখানে তিনি বলেছিলেন, দুই হাজার আলেমই সমস্ত ভারতীয় মুসলমানের পক্ষে কাশ্মীরের রাজ্যকে অভ্যন্তরীণ ইস্যুতে থাকার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, এটি বাইরে থেকে হস্তক্ষেপের জন্য নয়। তার অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নই আসে না মতামত।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৯/আরাফাত